Pages

Sunday, February 16, 2014

শংকর জাতের গাভীর বৈশিষ্ট

শংকর জাত
    শংকর জাত গাভী সাধারনত  শাহীওয়াল,র্জাসি, লাল সিন্ধি, হলিস্টিন-ফ্রিজিয়ান এদের সাথে দেশী জাতের প্রজনন ঘটিয়ে শংকর জাতের গাভী পাওয়া য়ায় ।
    এ সকল জাতের গাভীর ঘাড়ে গজ ও গলকম্বল নেই ।

    এ জাতের গাভীর ওজন ২৫০-৫০০ কেজি হয় ।
    দৈনিক ৬-৮ কেজি দুধ দেয় ।
    এ জাতের গাভী বসরে ৩০০ দিন দুধ দেয় ।
    এ জাতের গাভীর সাধারনত কালো মিশ্রণ রং , শিং ছোট, লেজ বড় হয় ।

No comments:

Post a Comment