Thursday, May 2, 2013

ধানের পামরী পোকা (Rice Hispa)

                               
বেজ্ঞানিক নামঃ Dicladispa armigera     স্থানীয় নামঃ কাটা গান্ধি,পিসি বর্গঃ কলিওপটেরা

পরিচিতিঃ পামরী পোকা কালচে রং এবং উজ্জল কাটা যুক্ত। জীবন চক্র ২৪-২৮ দিন। বছরে
বার বংশ বিস্তার ক্রতে পারে

আক্রমণ কালঃ আমন মওসুমে আক্রমণ বেশী হয়। আউস বোরো তেও আক্রমণ হয়

লখনঃ . শিরায় লম্বালম্বি দাগ পড়ে
          .পাতা শুকিয়ে যায়
          .বাড়ন্ত জমিতে আক্রমণ বেশি

প্রতিকারঃ পোকার ডিম, ক্রীড়া এবং বড় পোকা ধ্বংস ক্রতে হবে।ফসল সংগ্রহের পর মুড়ি
রাখা যাবে না। আগাছা পরিষ্কার রাখা

রাসায়নিক দমনঃ ম্যালাথিওন .১২ লিটার/হেঃ,৪০০মিলি/আক্র বা২০মিলি প্রতি ১০ লিটার পানিতে সতক জমিতে

রিলেটেড পোস্ট

 

আমার সাথে যোগাযোগ

আমি আরিফুল ইসলাম আরিফ কৃষি ডিপ্লোমা করেছি গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট থেকে। আমি একজন শখের ব্লগার। আমার জন্য দোয়া করবেন এবং আমাকে পরামর্শ দিনআপনারা কেউ যদি লেখা লেখি করতে চান বা ব্লগ তৈরী বিষয়ে সাহায্যের জন্য যোগাযোগ করুন.. মোবাইল-০১৮২৭৬৫২১০৩, ইমেইল- arifagri121@gmail.com