Sunday, February 16, 2014

শাহীওয়াল জাতের গাভীর বৈশিষ্ট


শাহীওয়াল
    শাহীওয়াল গাভী সাধারনত পাকিস্তানের পা ব প্রদেশে দেখা য়ায়।
    শাহীওয়াল গাভী সাধারনত আকারে লম্বা,চওড়া,মাথা ছোট,কপাল চওড়া,পা দেহের তুলনায় ছোট,শিং ছোট ও মোটা,চামড়া ঢিলেঢালা,কান বড় ও ঝোলা ।
    শাহীওয়াল গাভী সাধারনত ফিকে লাল রং এবং কোন অংশে কালচে ও ধুসুর রং দেখা য়ায় ।
    শাহীওয়াল গাভী  দৈনিক ১০-১৫ লিটার দুধ দেয় ।
    শাহীওয়াল গাভীর ওজন ৩৪০ কেজি এবং ষাড়ের ওজন ৫২২ কেজি হয়।

রিলেটেড পোস্ট

 

আমার সাথে যোগাযোগ

আমি আরিফুল ইসলাম আরিফ কৃষি ডিপ্লোমা করেছি গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট থেকে। আমি একজন শখের ব্লগার। আমার জন্য দোয়া করবেন এবং আমাকে পরামর্শ দিনআপনারা কেউ যদি লেখা লেখি করতে চান বা ব্লগ তৈরী বিষয়ে সাহায্যের জন্য যোগাযোগ করুন.. মোবাইল-০১৮২৭৬৫২১০৩, ইমেইল- arifagri121@gmail.com