Sunday, February 16, 2014

হলিস্টিন-ফ্রিজিয়ান জাতের গাভীর বৈশিষ্ট

হলিস্টিন-ফ্রিজিয়ান
    ফ্রিজিয়ান গাভীর র্বণ সাধারনত ছোট বড় কাল ছাপযুক্ত এবং কখনো পুরোপুরি সাদা ও কালো হয় ।
    হলিস্টিন-ফ্রিজিয়ান  গাভী  আকারে সাধারনত বড় ও মাথা লম্বাটে সোজা হয়।
    হলিস্টিন-ফ্রিজিয়ান গাভী প্রায় ৬৮০ কেজি এবং ষাড় ৮০ কেজি হয়ে থাকে।
    হলিস্টিন-ফ্রিজিয়ান দিনে ২৫-৪০ লিটার দুধ দিয়ে থাকে।
    অল্প (১৫ মাস )বয়সে বকনা প্রজননে আসে।

রিলেটেড পোস্ট

 

আমার সাথে যোগাযোগ

আমি আরিফুল ইসলাম আরিফ কৃষি ডিপ্লোমা করেছি গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট থেকে। আমি একজন শখের ব্লগার। আমার জন্য দোয়া করবেন এবং আমাকে পরামর্শ দিনআপনারা কেউ যদি লেখা লেখি করতে চান বা ব্লগ তৈরী বিষয়ে সাহায্যের জন্য যোগাযোগ করুন.. মোবাইল-০১৮২৭৬৫২১০৩, ইমেইল- arifagri121@gmail.com