Saturday, November 30, 2013

মাছের একাল সেকাল


মাছ এর ইংরেজি প্রতিশব্দ হল ফিশ। মাছ হল শীতল রক্ত বিশিষ্ট জলজ পরিবেশের মেরুদণ্ডী প্রাণীগোষ্ঠী যারা জোড়-বিজোড় পাখনার সাহয্যে সাঁতার কাটে বেড়ায় এবং ফুলকার সাহায্য এরা শ্বাস-প্রশ্বাস গ্রহণ করেসাধারণত মাছের দেহের বহির্ভাগ আঁশ দ্বারা আচ্ছাদিত থাকে তবে আঁশ নেই এমন মাছের সংখ্যা একেবারে নেহায়েত কম নয় সব মাছ সমুদ্রের লোনা পানি এবং স্বাদু পানির খাল-বিল, হাওর-বাওর, নদী-নালা, হ্রদ,পুকুর-ডোবায় বাস করে থাকেপাহাড়ী ঝর্ণা থেকে শুরু করে মহাসাগরের গহীন অতল স্থানে অর্থাৎ যেখানেই পানি পাওয়া যায় সেখানটাতেই মাছের অস্তিত্ব সচারচার দেখতে পাওয়া যায়পৃথিবীর প্রায় সর্বত্র মাছ মানুষের খাদ্য হিসাবে বহুল ব্যবহৃত হয়ে আসছেমাছ মানবদেহে অন্যতম আমিষ যোগানদাতা উপাদান হিসাবে পরিগণিত হয়অনেক জায়গা বা স্থানেই মাছ চাষ করা হয়ে থাকেএ ছাড়াও বিনোদন হিসাবে ছিপ/বড়শি দিয়ে মাছ ধরা একটি নেশা আবার মাছকে সুন্দরজ্য বৃদ্ধির জন্য অ্যাকুয়ারিয়ামে প্রদর্শন করা হয়ে থাকেকয়েকটি প্রাণী মাছ না হলেও এগুলো মাছ হিসাবে মনে করা হয়। একসময় বাংলাদেশ কে মাছে ভাতে বাঙ্গালি বলা হত। কিন্তু বর্তমান পরিস্থিতি একেবারেই ভিন্ন। এখুন আর মাছে ভাতে বাঙ্গালি এই সুনাম আর নেই। এর জন্য বিশেষ ভাবে কয়েকটি কারন উল্লেখ করা যায়। নদ-নদীতে আগের মত পানি না থাকা, ভারতে নদীর উজানে বাধ দেওয়া বিশেষ করে ফারাক্কা বাধ, বিদেশী ও কর্প জাতিও মাছের চাষ, রাক্ষসে মাছ দমনের নামে খাল বিল পুকুর ডোবায় যত্র তত্র কীটনাশকের ব্যবহার করা। এসব করনে চাষ করা মাছ ছাড়া দেশীও মাছ তেমন পাওয়া যায় না। পাওয়া গেলেও তা সবার জন্য কিনে খাওয়া দুরসাধ্য। মাছের উৎপাদন বাড়াতে হবে। এর জন্য সরকারের মৎস্য বিভাগ ও সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।

1 comments:

  1. অনলাইন এ কাজের কথা ভাবছেন এখানে আসুন
    ToLearnBD. Blogspot. Com

    ReplyDelete

রিলেটেড পোস্ট

 

আমার সাথে যোগাযোগ

আমি আরিফুল ইসলাম আরিফ কৃষি ডিপ্লোমা করেছি গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট থেকে। আমি একজন শখের ব্লগার। আমার জন্য দোয়া করবেন এবং আমাকে পরামর্শ দিনআপনারা কেউ যদি লেখা লেখি করতে চান বা ব্লগ তৈরী বিষয়ে সাহায্যের জন্য যোগাযোগ করুন.. মোবাইল-০১৮২৭৬৫২১০৩, ইমেইল- arifagri121@gmail.com